সংস্কৃতি-আড্ডার জমাট অধ্যায় বিউটি বোর্ডিং
দুপর গড়িয়েছে। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। ক্যাফেটারিয়ায় কেউ নেই। উঠানে গাছের ছায়া। ছোট গেট দিয়ে ঢুকে হাতের বাঁয়ে দোতলায় উঠবার সিঁড়ির কোনায় বসে লিখছেন সৈয়দ শামসুল হক। দুপুর গড়িয়ে বিকাল হলেই আশেক লেন থেকে আসবেন শামসুর রাহমান, প্যারীদাস রোড থেকে বেলাল চৌধুরী, দুটো বিল্ডিং পরেই থাকেন শহীদ কাদরী, আসবেন তিনিও। জমে উঠবে আড্ডা। নাম না […]