ঐতিহ্য হারাচ্ছে বিউটি বোর্ডিং
পুরান ঢাকার ঐতিহ্য বিউটি বোর্ডিংকে বিভিন্ন সাহিত্য, কবিতার আঁতুড়ঘর বললেও বাড়িয়ে বলা হবে না। পুরান ঢাকার যানজট মাড়িয়ে বাংলাবাজারে ঢুকেই প্যারিদাস রোডের পাশেই শ্রী শী দাস লেন। এর একটু মোড় নিলেই চোখে পড়বে ঠায় দাঁড়িয়ে থাকা ফিকে হলুদ রঙের একটি দোতলা বাড়ি। বাড়ির সামনে প্রশস্ত উঠোন। শ্যামল-সবুজে ঘেরা। একেবারে আড্ডার উপযোগী জায়গা। পাশে খাবার ঘর, […]