BEAUTY BOARDING – PNS HERITAGE TOUR 2017
ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং চত্ত্বরে আজ আয়োজিত হলো প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) অনুষ্ঠিতব্য ‘নজরুল উৎসব-২০১৭’ এর প্রাক প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নূরুস সাফা স্যার, মিসেস সাফা, গানবন্ধু বিশিষ্ট শিল্পপতি গোলাম ফারুক ভাই, রোডস এণ্ড হাইওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা করিম হাসান খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ব্যাংক কর্মকর্তা মইদুল ইসলাম, সঙ্গীত শিল্পী ও ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেন উজ্জল, বিশিষ্ট গিটারিষ্ট মোফাজ্জল হোসেন বিধু, অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা নজরুল-অনুরাগী আবু নাসির গুরুভাই এবং আমি।